লালমনিরহাটে স্বামীর লাশ দেখে স্ত্রীর মৃত্যু
প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০১৭
জেলা প্রতিনিধি:লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় স্বামীর লাশ দেখে কিছুক্ষণ পরে স্ত্রীও মারা যান। স্বামী ও স্ত্রীর এমন মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার রাত ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের দক্ষিণ বাড়াই পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন জানান, খতিব উদ্দিন (৭৫) হঠাৎ অসুস্থ্য হলে তাকে তার পরিবারের লোকজন হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার লাশ বাড়িতে নিয়ে আসা হলে তা দেখে তার স্ত্রী দেলজান বেগমও মারা যান।এ বিষয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. মহসিন আলম জানান, খতিব উদ্দিনকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। খতিব উদ্দিন হার্ট অ্যাটাকে মারা গেছেন। এ বিষয়ে টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিয়ার রহমান আতি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতেই তাদের জানাযা অনুষ্ঠিত হয়েছে ও তাদেরকে ধর্মীয় বিধি অনুযায়ী দাফন করা হয়েছে।