মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডায় মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানি, পুলিশ সদস্য ক্লোজড

প্রকাশিতঃ ২৭ মার্চ, ২০১৭  

জেলা প্রতিনিধি:চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর দাখিল মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানি করেছে বেগমপুর পুলিশ ক্যাম্পের সদস্য শাহাবুর রহমান (৩৪)। রবিবার (২৬ মার্চ) দুপুর ১২টার দিকে মাদ্রাসার শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে শাহাবুর রহমানকে পুলিশ লাইনে ক্লোজড করেছে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলাম।
ছাত্রীর বাবা মফিজ উদ্দীন ও এলাকাবাসী জানায়, রবিবার দুপুরে মাদ্রাসায় স্বাধীনতা দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্য শাহাবুর রহমান ওই মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীকে শ্রেণিকক্ষে একা পেয়ে শ্লীলতাহানি করে। এ ঘটনার পর মাদ্রাসা ছাত্রী বাড়ি ফিরে তার বাবা এবং পরিবারের সদস্যদেরকে জানায়। এ ঘটনার এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা পুলিশ সদস্য শাহাবুর রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করে।
এরপর, পুলিশ সদস্য শাহাবুর রহমান সবার কাছে নিজের ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থণা করেন। বিষয়টি চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামকে জানানো হলে দুপুরেই তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।
বেগমপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মাসনুন আলম জানান, ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগে শাহাবুর রহমানকে চুয়াডাঙ্গা সিনিয়র সহকারী পুলিশ সুপার তরিকুল ইসলামের নির্দেশে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।