মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূল করা হবে: মাহবুব উল আলম হানিফ

প্রকাশিতঃ ২৪ মার্চ, ২০১৭  

জেলা প্রতিনিধি:আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন,‘জনগণের নিরাপত্তার স্বার্থে জঙ্গি দমনে সরকার জিরো টলারেন্স নিয়ে কাজ করছে, আগামীতেও করবে। এ দেশ থেকে চিরতরে জঙ্গি নির্মূল করা হবে। আজ শুক্রবার (২৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সব কথা বলেন।
হানিফ বলেন, ‘জঙ্গি দমনের ক্ষেত্রে বিএনপির এতো আপত্তি কেন? বিএনপির বিভিন্ন সময়ের বক্তব্যই প্রমাণ করে বাংলাদেশে যতো জঙ্গি সংগঠন আছে তাদের সবার সঙ্গে তাদের একটা যোগসূত্র রয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবাদত হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল আযম, শিক্ষা বিষয়ক সম্পাদক রাজু আহমেদসহ আরও অনেকে।