মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ঝালকাঠিতে বজ্রপাতে নারীর মৃত্যু

প্রকাশিতঃ ২০ মার্চ, ২০১৭  

জেলা প্রতিনিধি:ঝালকাঠির নলছিটিতে ক্ষেতের মধ্যে থাকা খেসারির ডাল তুলতে গিয়ে বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন। তার নাম মমতাজ বেগম। এ ঘটনায় তার হাফিজা আক্তারের দুই পা পুড়ে গেছে।
রবিবার(১৯মার্চ)সন্ধ্যায় ৬টা দিকে ঝালকাঠির নলছিটি উপজেলায় এই ঘটনা ঘটে।
নিহত মমতাজ বেগম নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের ডুবলী গ্রামের আব্দুল মালেক খানের স্ত্রী। আহত হাফিজা আক্তার আমিরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
নলছিটি থানার পরিদর্শক (ওসি, অপারেশন) এ কে এম সুলতান মাহামুদ জানান, সন্ধ্যার দিকে বৃষ্টি শুরু হলে মেয়েকে সঙ্গে নিয়ে ক্ষেতে থাকা খেসারির ডাল তুলতে যায় মমতাজ বেগম। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলে মমতাজ মারা যায়। এছাড়া তা মেয়ে হাফিজা আক্তারের দুই পা পুড়ে যায়। তাকে বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে ভর্তি করা হয়েছে।