মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিতঃ ১৭ মার্চ, ২০১৭  

জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।জেলা ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম জানান, শুক্রবার ভোর পৌনে ৪টার দিকে উপজেলার শেহালা আদাবাড়িয়ার বাঁধা বটতলা এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়।
উপজেলার মধুগাড়ী গ্রামের বাসিন্দা নিহত সেলিম মোল্লা (৩২) ডাকাত বলে পুলিশের ভাষ্য।
ওসি সাব্বিরুল ইসলাম বলেন, তারা গোপন বৈঠকে মিলিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে ডিবি পুলিশ ও দৌলতপুর থানার পুলিশ অভিযান চালায়।
“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি করে। পুলিশ পাল্টা গুলি করলে প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধ হয়। পরে অনেকে পালিয়ে গেলেও এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাকে দৌলতপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পুলিশ ঘটনাস্থল থেকে দুটি এলজি শাটারগান, দুটি ছোরা ও কয়েকটি গুলি উদ্ধার করেছে বলে জানান ওসি ইসলাম।
নিহত সেলিমের বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ বিভিন্ন বিষয়ে একাধিক মামলা রয়েছে বলেও তিনি জানান।