মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির
প্রকাশিতঃ ১৫ মার্চ, ২০১৭
কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুরে খবির উদ্দিন নামে এক মুক্তিযোদ্ধা হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বুধবার দুপুর ১২টার দিকে জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় ঘোষণা করেন। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্তরা হলেন সালাম শেখ (২২) জামেল মণ্ডল (৩০) ও হামিদ মালথা (৩৫)।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অনুপ কুমার নন্দী জানান, ২০১২ সালের ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামের মুক্তিযোদ্ধা খবির উদ্দিন বৈদ্যুতিক মোটর চালু করতে মাঠে যান। পরদিন সকালে স্থানীয়রা বৈদ্যুতিক মোটরের পাশে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। এ ঘটনায় খবির উদ্দিনের স্ত্রী উরজিনা বেগম বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে হত্যায় সালাম শেখ, জামেল মণ্ডল ও হামিদ মালিথার সম্পৃক্ততা পাওয়া যায়।
তিনি আরো জানান, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের ফাঁসির আদেশ দেন। পরে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়।