কুষ্টিয়ায় ভায়রাকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা
প্রকাশিতঃ ১৪ মার্চ, ২০১৭
জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার মিরপুরে ভায়রাকে প্রকাশ্যে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে লালন আলী নামের এক ব্যক্তি। পুলিশ ঘটনার পরপরই ঘাতক লালন আলীকে আটক করেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর বাসস্ট্যান্ডে এ ঘটনাটি ঘটে। নিহত ভায়রা চাঁদ আলী (৩৮) পার্শ্ববর্তী দৌলতপুর উপজেলার দীঘলকান্দি এলাকার পঁচা মোল্লার ছেলে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চাঁদ আলী ও লালন আলী ভায়রাভাই। লালন চাঁদ আলীর কাছে টাকা পেত। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মিরপুর বাসস্ট্যান্ডে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে লালন হাতুড়ি দিয়ে চাঁদ আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।