মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

প্রকাশিতঃ ১০ মার্চ, ২০১৭  

জেলা প্রতিনিধি:কুষ্টিয়ার খোকসায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মিন্টু (৪২) নামে এক ডাকাত নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে।
নিহত মিন্টুর বাড়ি রাজবাড়ী জেলার পাংশায়। এ ঘটনায় তিন পুলিশ আহত হয়েছে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা জানান, কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের শিমুলিয়া কুঠিবাড়ি এলাকায় সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ডাকাতদল গুলি ছুড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। প্রায় ৩০ মিনিট চলা বন্দুক যুদ্ধের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলে এক ডাকাতকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে তাকে খোকসা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, তিনটি রামদা, দুই রাউন্ড গুলি ও গাছ কাটা করাত উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধে পুলিশের এক এসআই-সহ তিনজন আহত হয়। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।