মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৮ ফেব্রুয়ারি, ২০১৭  

কুষ্টিয়া প্রতিনিধি :কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জনি (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৌলতপুর থানা-পুলিশ সোমবার তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ কবীর হোসেন জানান, উপজেলার গ্রাগপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে আদাবাড়িয়া ইউনিয়নের গড়ুড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে জনি শনিবার দুপুরে কৌশলে পার্শ্ববর্তী গাংনী উপজেলার বামুন্দি গ্রামে নিয়ে যায়। জনি ওই ছাত্রীকে তার ফুফার বাড়িতে নিয়ে ধর্ষণ করে। ওই দিন তাকে আটকে রেখে রাতেও কয়েক দফা ধর্ষণ করে। পরদিন সকালে জনি তাকে ভয়ভীতি দেখায় এবং ধর্ষণের কথা কাউকে না বলার পরামর্শ দিয়ে তাকে নিজ বাড়িতে পৌঁছে দেয় বলে ওই ছাত্রী জানায়।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। রোববার মধ্যরাতে দৌলতপুর থানা-পুলিশ জনিকে গ্রেপ্তার করে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
স্কুলছাত্রী সোমবার অসুস্থ হয়ে পড়লে তাকে তার পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছেন।