ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
প্রকাশিতঃ ১১ ফেব্রুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃ নড়াইলের নড়াগাতি থানার বায়সোনা থেকে ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত ১২টার দিকে বায়সোনার বাড়ি পাশের রাস্তা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়রা জানান, পুলিশ সদস্য সোহেল রানা তার ভগ্নিপতি বাবু ও স্থানীয় এক ইউপি সদস্যের সহযোগিতায় দীর্ঘদিন ধরে নড়াগাতি এলাকায় মাদকের ব্যবসা করে আসছিলো।
নড়াগাতি থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সোহেল রানা ঢাকায় রিজার্ভ পুলিশ (আরআরএফ) হিসেবে কর্মরত এবং বায়সোনা গ্রামের আইয়ুব আলীর ছেলে। ৩৪০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল সোহেল রানাকে আটক করা হয়, পরে নড়াগাতি থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।