মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাস থেকে ৪ ছাত্রকে ফেলে দেয়ায় সড়ক অবরোধ

প্রকাশিতঃ ০৮ ফেব্রুয়ারি, ২০১৭  

ঝালকাঠি প্রতিনিধি,চলন্ত বাস থেকে চার ছাত্রকে ফেলে দিয়ে আহত করার প্রতিবাদে ঝালকাঠির রাজাপুর উপজেলায় কলেজ ছাত্ররা সড়ক অবরোধ করে। এসময় তাদের সরাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৬ ছাত্র আহত হয়েছে। পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার রাজাপুর ডিগ্রি কলেজের সামনে রাজাপুর-ভান্ডারিয়া সড়কে এ ঘটনা ঘটে।
আহত কলেজছাত্র নাঈম মাহমুদ বলেন, মঙ্গলবার দুপুরে রাজাপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের চার ছাত্রকে চলন্ত বাস থেকে ফেলে দেয় বাসের সুপারভাইজার ও হেলপার। এতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় চার ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার থেকে আধা ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালনকালে রাজাপুর ভাণ্ডারিয়া সড়কে প্রায় দেড় কিলোমিটার এলাকায় দূরপাল্লার অসংখ্য বাসসহ যানবাহন আটকে পড়ে। পরে পুলিশের লাঠিচার্জে অবরোধকারী ছাত্ররা ছত্রভঙ্গ হলে সড়কে যান চলাচল শুরু হয়।
এ ব্যাপারে রাজাপুর থানার পরিদর্শক (অপারেশন) শেখ মুনীর উল গিয়াস বলেন, ছাত্রদের ওপর লাঠিচার্জ করা হয়নি। সড়ক থেকে তাদের সরিয়ে দেয়া হয়েছে। তবে পুলিশের সাথে ছাত্রদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে বলে স্বীকার করেন তিনি।