মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ৭

প্রকাশিতঃ ০৩ ফেব্রুয়ারি, ২০১৭  

জেলা প্রতিনিধিঃখাগড়াছড়ির আলুটিলায় সড়ক দুর্ঘটনায় কমপক্ষে সাত জন নিহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পর্যটন এলাকার সড়কের পাশের অস্থায়ী দোকানঘরে মালবাহী একটি ট্রাক ঢুকে পড়লে ঘটনাস্থলেই সাত জন নিহত হয়। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এর সত্যতা নিশ্চিত করেছেন।