তীব্র শীতে চুয়াডাঙ্গায় ৪ জনের মৃত্যু
প্রকাশিতঃ ১৬ জানুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃতীব্র শীত আর কুয়াশায় বিপর্যস্ত উত্তরাঞ্চলসহ প্রায় সারাদেশ। বইছে কনকনে ঠাণ্ডার সঙ্গে উত্তরে হাওয়া। আক্ষরিক অর্থেই ‘মাঘের শীতে বাঘ কাঁপে’র মতো পরিস্থিতি। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকটি জেলায় গতকাল রবিবার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের কাছে নেমে আসে। শীতের দাপটে লোকজন যেমন কাহিল; তেমনি প্রতিদিনের স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। সন্ধ্যা নামার আগেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে জনপদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শীতের প্রকোপ। গরম কাপড়ের অভাবে কষ্টে ভুগছে খেটে খাওয়া মানুষসহ বৃদ্ধ-শিশুরা। শীতবস্ত্রের জন্য হাহাকার চলছে বিভিন্ন জেলায়। শীতে মৃত্যুর খবরও আসছে।
গত ২৪ ঘণ্টায় তীব্র শীতে চুয়াডাঙ্গার জীবননগরে ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া দফতর জানায়, মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও চট্টগ্রামের সীতাকুন্ডে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া খাগড়াছড়ির দীঘিনালায় ৬ দশমিক ৭, নওগাঁর বদলগাছিতে ৬ দশমিক ৮, নীলফামারীর ডিমলায় ৬ দশমিক ৬ এবং পনচগড়ের তেঁতুলিয়ায় ৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।