মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাদারীপুরে বাস-নসিমন সংঘর্ষ, নিহত ৩

প্রকাশিতঃ ১৩ জানুয়ারি, ২০১৭  

বিশেষ প্রতিনিধিঃ মাদারীপুরে যাত্রীবাহী বাস-নসিমন সংঘর্ষে ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার সমাদ্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের মলাই ফরাজীর ছেলে বায়েজিত ফরাজী (১২), দক্ষিণ কাউখরি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে হাসান মাতুব্বর (১১) ও উত্তর কাউখরি গ্রামের হারুন মাতুব্বর ছেলে শিপন মাতুব্বর।
মাদারীপুর সদর মডেল থানার এসআই শ্যামল ঘোষ জানান, বরিশাল থেকে ঢাকাগামী হানিফ পরিববহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে নসিমনের ৩ যাত্রী মারা যান। নসিমনটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন। বাস-নসিমন সংঘর্ষে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।