মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে ২ জন নিহত

প্রকাশিতঃ ১১ জানুয়ারি, ২০১৭  

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে।
নিহতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার সাহেবপুর গ্রামে মৃত আজমত আলীর ছেলে কলম (৩৮) ও হাটবোয়ালিয়া গ্রামের মৃত কিতাব আলীর ছেলে নজরুল (৫৫)।
আজ বুধবার সকালে জমির আইল কাটা নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে বিরোধে কলম (৩৮) ও বাড়ির রাস্তা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধে নজরুল (৫৫) নিহত হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বলেন, সকাল ৯টার দিকে আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের ফড়িং মণ্ডলের ছেলে শরিফের সঙ্গে বাড়ির পাশের রাস্তা নিয়ে প্রতিবেশী নজরুলের মারামারি হয়। এতে নজরুল গুরুতর আহত হয়। তাকে আলমডাঙ্গা হারদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই দিন সকালে উপজেলার সাহেবনগর গ্রামের বিলে জমির আইল কাটা নিয়ে আজমতের দুই ছেলে লালন ও কলমের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় লালন বড় ভাই কমলকে কোদাল দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। কলম ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।