অসহায় পপির পাশে শ্রীবরর্দী থানার ওসি এস আলম
প্রকাশিতঃ ০৭ জানুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃ অসহায় প্রতিবন্ধী স্কুলছাত্রী পপির পাশে দাঁড়ালেন শেরপুরের শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম। শনিবার ( ৭ জানুয়ারি) দুপুরে পপিকে হুইল চেয়ার ও পড়ালেখার খরচ দেন তিনি। তার পড়ালেখার আরো খরচ দেওয়ার আশ্বাসও দিয়েছেন।
পপি ঝিনাইগাতীর উপজেলার পশ্চিম কান্দুলী গ্রামের দিনমজুর জয়নাল আবেদীনের মেয়ে। সে ভটপুর এইচ,ইউ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার এ প্রতিবন্ধী পরিস্থিতি নজরে পড়ে স্থানীয় সাংবাদিকদের। বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় পপিকে নিয়ে সংবাদ প্রকাশ হয়। বিষয়টি শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলমের নজরে আসলে তিনি প্রতিবন্ধী মেয়েটিকে দেখতে যান। এ সময় তাকে হুইল চেয়ার ও পড়ালেখার খরচ দেওয়ার আশ্বাস দেন তিনি। শনিবার দুপুরে স্কুলে গিয়ে একটি হুইল চেয়ার ও পড়ালেখার খরচ বাবদ ১৮ হাজার টাকা পপি’র হাতে তুলে দেন ওসি এস আলম।
স্থানীয়রা বলেন, পুলিশের নামে নানা অভিযোগ থাকলেও অনেক ভালো মানুষও আছে, ওসি এস আলম সেটাই প্রমাণ করলেন।