মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ধর্ষণ চেষ্টাকারীর পায়ের রগ কাটলেন বউ-শাশুড়ি

প্রকাশিতঃ ০৫ জানুয়ারি, ২০১৭  

জেলা প্রতিনিধিঃ পিরোজপুরের জিয়ানগরে শ্লীলতাহানির চেষ্টাকারীকে বউ-শাশুড়ি মিলে এলোপাথারি কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, জিয়ানগর উপজেলার বালিপাড়া গ্রামের নজর আলী শেখের ছেলে কুদ্দুস শেখ (৪০) ঘরে ঢুকে গৃহবধূর শ্লীলতাহানির চেষ্টা চালান। এসময় ঘরে থাকা ওই গৃহবধূর শাশুড়ি বিষয়টি টের পেয়ে গৃহবধূ ও শাশুড়ি মিলে দা দিয়ে কুদ্দুস শেখকে এলোপাথারি কুপিয়ে আহত করেন এবং পায়ের রগ কেটে দেন।
স্থানীয়রা পরে ওই ‘লম্পটকে’ উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
উপজেলার বালিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. মোয়াজ্জেম হোসেন সাংবাদিকদের জানান, গৃহবধূর সম্ভ্রমহানির চেষ্টা করলে আত্মরক্ষার জন্য ওই বখাটেকে গৃহবধূ ও তার শাশুড়ি কুপিয়ে আহত করেছেন।
জিয়ানগর (ইন্দুরকানী) থানা ওসি (ভারপ্রাপ্ত) নাসির উদ্দিন জানান, এ বিষয়ে আমার জানা নেই। আমি মন্ত্রীকে (পরিবেশ ও বনমন্ত্রী) এগিয়ে দিতে পিরোজপুরে রয়েছি। বিষয়টি জেনে আপনাকে জানাব। এমন অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।