চাঁদপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
প্রকাশিতঃ ০৪ জানুয়ারি, ২০১৭
জেলা প্রতিনিধিঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ডাকাতি মামলার দুই আসামির মৃত্যু হয়েছে।মতলব উত্তর থানার ওসি সৈয়দ আলমগীর হোসেন মজুমদার জানান, বুধবার ভোর পৌনে ৪টার দিকে গজরা ইউনিয়নের ডুবগী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন – ডুবগী এলাকার মজিবুর রহমান ওরফে মইজ্জা (৫৭) ও লক্ষ্মীপুর এলাকার হাবিব উল্লা (৩৫) ওরফে হাইব্বা।
ওসি আলমগীর বলেন, “বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ডুবগী এলাকায় অভিযানে যায়। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের গোলাগুলি হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।”
অভিযানের সময় এসআই এনামুল হক (৪৫), কনেস্টবল কৃষ্ণ (৩৫) ও সিরাজুল ইসলাম (৪০) আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি আলমগীর।
তিনি বলেন, মজিবুর রহমানের নামে নারায়ণগঞ্জে নারী হত্যা ও মতলব উত্তরে পাঠান বাজারে সোনার দোকানে ডাকাতিসহ অন্তত ছয়টি মামলা রয়েছে। হাবিবুর রহমানের নামে রয়েছে অন্তত পাঁচটি মামলা।
পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতিসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করেছে বলে জানান ওসি আলমগীর।