ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপের চাপায় ২ পথচারী নিহত
প্রকাশিতঃ ৩০ ডিসেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ গতকাল রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সড়ক দূর্ঘটনায় ২ পথচারী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত প্রায় পৌনে ৮টার দিকে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ছয়ানি গ্রামের স্টীল ব্রীজ এলাকায় একটি পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে ২ পথচারীকে চাপা দিয়ে ঘটনাস্থলেই তারা মারা যায়। এরা ওই গ্রামের এরশাদ মিয়া (২৩) ও শাকিল (১৮)। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।