বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ভূজপুরে স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামী আটক

প্রকাশিতঃ ১৭ ডিসেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের উত্তর রত্মপুর গ্রামে মাজুমা আক্তার (২৭) নামে এক গৃহবধূকে গলাটিপে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী আরমান আলীকে আটক করেছে পুলিশ।
আজ শনিবার সকাল সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে। পুলিশের ধারণা শুক্রবার দিনগত রাতের কোনো একসময় মাজুমা আক্তারকে হত্যা করা হয়েছে।
দাঁতমারা ইউনিয়নের পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই ফজলুল করিম বলেন, শনিবার সকালে মাজুমা আত্মহত্যা করেছে বলে তার চাচাকে খবর দেয় আরমান আলী। খবর শুনে দ্রুত মাজুমার বাড়িতে যান তিনি। সেখানে গিয়ে দেখেন মাজুমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ আরমানকে আটক করে। দুই সন্তানের জননী মাজুমা হত্যাকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান এসআই ফজলুল করিম।