স্বামী হত্যায় স্ত্রীর স্বীকারোক্তি
প্রকাশিতঃ ০৫ ডিসেম্বর, ২০১৬
আদালত প্রতিবেদনঃ ঝিনাইদহ সদর উপজেলার নিচপুটিয়া গ্রামের কৃষক মহিদুল ইসলাম হত্যায় তার স্ত্রী শাহানাজ পারভীন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সোমবার বিকেলে ঝিনাইদহের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামানের আদালত ১৬৪ ধারায় দেওয়া ওই জবানবন্দি রেকর্ড করেন।
ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মনির আহম্মেদ জানান, তদন্তে স্ত্রীর পরকীয়ার জেরে মহিদুল খুন হওয়ার বিষয়টি বেরিয়ে এলে র্যাব শাহানাজ পারভীনকে আটক করে আদালতে সোপর্দ করে। পরে আজ বিকেলে বিচারকের সামনে স্বামী হত্যার দায় স্বীকার করে শাহানাজ।
উল্লেখ্য, রোববার সকালে সদর উপজেলা নিচপুটিয়া গ্রামের মাঠ থেকে কৃষক মহিদুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন বিকেলে নিহতের বাবা আব্দুস সালাম বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।