মানিকছড়িতে গণধর্ষণের প্রতিবাদে সড়ক অবরোধ
প্রকাশিতঃ ২৮ নভেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির মানিকছড়িতে এক বাঙালি নারীকে গণধর্ষণের প্রতিবাদ জানিয়ে ধর্ষকদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানিকছড়ি উপজেলায় এ সড়ক অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ (পিবিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা গতকাল রোববার এই অবরোধ কর্মসূচির ঘোষণা দেয়। সড়ক অবরোধের কারণে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে উপজেলার বিভিন্ন স্থানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
গত ১৭ নভেম্বর মানিকছড়ির কুমারিপাড়া গ্রামে গভীর রাতে মুখোশধারী একদল দুর্বৃত্ত ওই নারীকে ঘর থেকে তুলে নিয়ে যায়। এরপর জঙ্গলে নিয়ে গিয়ে তাকে গণধর্ষণ করে পালিয়ে যায়। এ ঘটনার পর পাহাড়ি-বাঙালিদের মধ্যে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে করতে না পারে সে জন্য ওই দিন বিকেলে কুমারীপাড়া এলাকায় একটি শান্তি বৈঠকের আয়োজন করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। বৈঠকে পাড়াপ্রধান, কার্বারি ও মেম্বারসহ বিভিন্ন ব্যক্তি উপস্থিত ছিলেন।
গণধর্ষণের ঘটনায় ১৮ নভেম্বর অজ্ঞাতপরিচয় সাত-আটজনকে আসামি করে মানিকছড়ি থানায় মামলা করেছেন ওই নারী। কিন্তু ১০ দিন পরও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় অবরোধ কর্মসূচির ডাক দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, গণধর্ষণের শিকার ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অজ্ঞাতপরিচয় ৮-১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। ওই নারী কাউকে শনাক্ত করতে না পারায় অপরাধীদের ধরতে সময় লাগছে। তবে অপরাধীদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।