মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

দামুড়হুদায় স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক

প্রকাশিতঃ ২৬ নভেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্ত্রীকে গলা টিপে হত্যার অভিযোগে তার স্বামীকে আটক করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার কুড়ালগাছি ইউনিয়নের বড় বলদিয়া গ্রাম থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয় বলে জানান দামুড়হুদা থানার ওসি আবু জিহাদ মোহাম্মদ ফকরুল আলম খান।
নিহত আশুরা খাতুন (৩৮) বড় বলদিয়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী।
এলাকাবাসীর বরাত দিয়ে ওসি আবু জিহাদ বলেন, শনিবার সকালে সিরাজুল গ্রামে প্রচার করে রাতে তার স্ত্রী মারা গেছে। এরপর এলাকার লোকজন বাড়িতে গিয়ে লেপ চাপা দিয়ে রাখা অবস্থায় আশুরার লাশ দেখতে পায়। তাদের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানায়।
তিনি আরো বলেন, খবর পেয়ে শনিবার দুপুরে পুলিশ বাড়ি থেকে আশুরার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ প্রসঙ্গে আশুরার ছোট ভাই মোহাম্মদ আলী বলেন, পারিবারিক কলহের জেরে সিরাজুল তার বোনকে গলা টিপে হত্যা করেছে।
ওসি বলেন, আশুরার গলায় আঘাতের চিহ্ন আছে। এ ব্যাপারে নিহতের বড় ভাই আলী কদর বাদী হয়ে দামুড়হুদা থানায় হত্যা মামলা করেছেন।