মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বোমা ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নারীসহ আটক ৫

প্রকাশিতঃ ২১ নভেম্বর, ২০১৬  

নিজস্ব প্রতিবেদকঃ image-8657ঝালকাঠিতে বোমা ফাটিয়ে স্বর্ণের দোকান লুট করে পালানোর সময় নারীসহ পাঁচজনকে আটক করেছে জনতা। সোমবার সন্ধ্যা সাতটার দিকে জেলা সদরের ডাক্তার পট্টির মুসলি গিনি হাউজে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আটকদের নামপরিচয় জানা যায়নি।
ঝালকাঠি জুয়েলারি সমিতির সভাপতি দেবব্রত কর্মকার দেবু জানান, সন্ধ্যার দিকে মুখোশ পড়ে কয়েকজন মুসলি গিনি হাউজে প্রবেশ করে। দোকানে ঢুকেই তারা বোমার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কিছু স্বর্ণালঙ্কার ব্যাগে ভরায়। পরে বাহিরে এসে আরও কয়েকটি বোমা ফাটিয়ে তিনটি মোটরসাইকেলে করে সেখান থেকে সটকে পড়ে তারা।বোমা বিস্ফোরণের সময় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে স্থানীয়রা ছোটাছুটি করতে থাকেন। ডাকাতদের বোমায় জুয়েলার কারিগর সমিতির সভাপতি সুরেশ দাস আহত হয়।
নেছারাবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে শহীদ জানান, শহরে ডাকাতির খবর পেয়ে আমরা বেশ কয়েকজন রাস্তায় অবস্থান নেই। একসঙ্গে তিনটি মোটরসাইকেল আসতে দেখে আমরা তাদের ধাওয়া করি। ফোনে বিষয়টি জানানো হলে গাবখান ব্রিজের টোল ঘরের লোকজন রাস্তায় ব্যারিকেড দিয়ে পাঁচ ডাকাতকে আটক করে। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে আসে।ঝালকাঠি পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান বলেন, ডাকাতদের মধ্যে একজন নারীও আছেন। তাদের কাছ থেকে একটি চাপাতি, বেশ কিছু স্বর্ণালঙ্কার ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ব্যাপারে বিস্তারিত বলা যাবে।