প্রেমিকের জন্মদিনে অর্ধনগ্ন কাইলি
প্রকাশিতঃ ২১ নভেম্বর, ২০১৬
বিনোদন ডেস্ক :নগ্ন হয়ে প্রায়ই ইন্টারনেটে ঝড় তোলেন কিম কার্দাশিয়ান। এবার প্রেমিকের জন্মদিনে টপলেস হলেন মার্কিন রিয়েলিটি তারকা এবং কিম কার্দাশিয়ানের ছোট বোন কাইলি জেনার।
গত শনিবার ছিল মার্কিন র্যাপার টায়গার জন্মদিন। অ্যারিজোনার একটি শুটিং রেঞ্জে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন তিনি।
প্রেমিকের প্রতি নিজের ভালোবাসা ভক্তদের সামনে প্রকাশের মাধ্যম হিসেবে এ তারকা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে টায়গারকে জড়িয়ে ধরে ছবি তুলতে দেখা গেছে। এর মধ্যে কয়েকটি ছবিতে ১৯ বছর বয়সি কাইলিকে টপলেস অবস্থায় দেখা যায়।
‘কিপিং আপ উইথ দ্য কার্দাশিয়ান’ খ্যাত তারকা কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানেও প্রেমিকের সঙ্গে তাকে অন্তরঙ্গ দেখা যায়। এ ছাড়া প্রেমিককে ৬০ ক্যারটের একটি ডায়মন্ড ব্রেসলেটও উপহার দিয়েছেন এ তারকা।