বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বর্তমানে খালেদা সরকারের উন্নয়ন দেখছেন : নৌমন্ত্রী

প্রকাশিতঃ ১৭ নভেম্বর, ২০১৬  

বিশেষ প্রতিনিধিঃ 153433shahajan-khan_kalerkantho_picলন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌমন্ত্রী শাজাহান খানের। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুরে একটি ফিলিং স্টেশন উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন। নৌমন্ত্রী বলেন, আগে খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখতেন না। পরে লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর এখন বলছেন, সরকারকে টেকসই উন্নয়ন করতে হবে। এ কথা দ্বারা এই প্রমাণিত হয়, খালেদা জিয়াও এখন সরকারের উন্নয়নের কথা স্বীকার করছেন।
এ ছাড়া কিছু দিন আগে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছে, কিভাবে দেশ উন্নয়ন করতে হয়, বাংলাদেশকে দেখে শিখতে হয়। মন্ত্রী এ সময় আরও জানান, ডিসেম্বরের মধ্যেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নৌ-রুট কাওড়াকান্দি-শিমুলিয়া ঘাট সরিয়ে যাত্রীদের দুর্ভোগ কমাতে কাঠালবাড়ী-শিমুলিয়া রুট চালু করা হবে। এতে মাত্র ৪৫ মিনিটের মধ্যেই এই নৌ-রুট দিয়ে ফেরি চলাচল করবে। ফলে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশ কমে যাবে।
মন্ত্রী এ সময় মাদারীপুরের ছিলারচর এলাকার মেসার্স মনির মুন্না ফিলিং স্টেশন উদ্বোধন করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়, ছিলারচর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল আলম বাবুল সর্দার।