‘জনগণের সাথে খারাপ আচরণ করলে মনোনয়ন দেওয়া হবে না”
প্রকাশিতঃ ১৬ নভেম্বর, ২০১৬
বিশেষ প্রতিনিধিঃ যারা জনগণের সাথে খারাপ আচরণ করবে আগামী নির্বাচনে তাদের মনোনয়ন দেওয়া হবে না বলে হুশিয়ারি প্রদান করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, রাস্তায় রাস্তায় ছবি টানিয়ে, মোটরসাইকেলে শোডাউন করে নেতা হওয়া যাবে না। প্রকৃত নেতা হতে হলে এলাকায় থাকতে হবে, নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে।
মন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের মতই মাদক আমাদের শত্রু। দলমত নির্বিশেষে মাদককে প্রতিরোধ করতে হবে।
পথসভায় মাহবুবুল আলম হানিফ, দীপু মণি, আহম্মদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এনামুল হক শামিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মহিবুল হাসান চৌধুরী নওফেল, দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম আমিন, ইকবাল হোসেন অপু, আনোয়ার হোসেন, মারুফা আক্তার পপি, গোলাম রব্বানি চিনু, সাইদুল করিম মিন্টু, সফিকুল ইসলাম অপু, আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দারসহসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি যশোরের বিমানবন্দর থেকে নেমে কুষ্টিয়া যাওয়ার পথে ঝিনাইদহের কালিগঞ্জে অপর একটি পথসভায় বক্তব্য রাখেন। এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘রাস্তায়ও মেরামত হবে আওয়ামী লীগও মেরামত হবে। ‘দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে করতে হবে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন দলকে সুশৃঙ্খল ও মেরামত করতে।’