মাদারীপুরে অটোবাইক ছিনতাই, চালক নিহত
প্রকাশিতঃ ০৮ নভেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার ছিলারচর এলাকায় সোমবার রাতে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে ঠান্ডু সরদার নামে একজনের অটোবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এই ঘটনায় আজ সকালে ঠান্ডু সরদার (৫০) হাসপাতালে মারা যান। নিহত ঠান্ডু সরদার সদর উপজেলার ঝাউদী গ্রামের মৃত্য জালাল উদ্দিন সরদারের ছেলে।
স্থানীয় পুলিশ ও হাসপাতাল সুত্রে জানা যায়, রাতে উপজেলার ছিলারচর বাজার থেকে মাদারীপুর ফেরার পথে যাত্রীবেশে ছিনতাইকারীরা নেশাজাতীয় দ্রব্য খাইয়ে চালককে রাস্তার পাশে ফেলে রেখে অটোবাইক ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনায় আজ সকালে স্থানীয়রা চালক ঠান্ডু সরদারকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গিলে সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মাদারীপুর সদর থানার এসআই আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।