কিশোরীকে ধর্ষণ, ভিডিও : দুই যুবক রিমান্ডে
প্রকাশিতঃ ০৮ নভেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে মামলায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পরে আজ মঙ্গলবার দুপুরে দুই যুবককে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় কিশোরীর বাবা বাদী হয়ে মামলা করার পর রাতেই দুই যুবককে আটক করে পুলিশ।
গ্রেপ্তার দুই যুবক হলেন মাটিরাঙার কাঁঠালপাড়া এলাকার রেজাউল হাওলাদার (৩৭) এবং একই এলাকার সাবু মিয়া (৩৮)।
মামলার তদন্ত কর্মকর্তা ও মাটিরাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, গ্রেপ্তার দুই যুবককে দুপুরে মুখ্য বিচারিক হাকিম আবু সুফিয়ার মোহাম্মদ নোমানের আদালতে হাজির করে পুলিশ পাঁচদিনের রিমান্ড চায়। অপরদিকে আসামিপক্ষের আইনজীবী জামিন আবেদন করে। বিচারক শুনানি শেষে জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, চলতি বছরের মে মাসে সাবু মিয়া ও রেজাউল ওই কিশোরীকে মাটিরাঙার মুসলিমপাড়ায় একটি বাগানে নিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন। বিষয়টি কাউকে জানালে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন দুজন। একই হুমকি দিয়ে গত ঈদুল আজহার সময়ও কিশোরীকে নির্যাতন করা হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় নেতারা তা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।