বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মায়ের পরকিয়ার বলি মেয়ে

প্রকাশিতঃ ০৪ নভেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ fatema_akter_pic_faridgonj_29650_1478246984চাঁদপুরের ফরিদঞ্জে মা তার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ায় অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার (১২)। উপজেলার পাইকপাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ফাতেমা আক্তারের লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ফাতেমা পাইকপাড়া গ্রামের প্রবাস ফেরত হোসেন শেখের মেয়ে ও পাইকপাড়া ইউজি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
ফাতেমার বাবা হোসেন শেখ জানান, প্রায় তিন বছর ওমানে থাকার পর দেড় মাস আগে দেশে ফেরেন তিনি। ওমানে থাকাবস্থায় তার স্ত্রী নাছরিন বেগম পরকিয়ায় জড়িয়ে পড়েন। স্বামীর দেশে আসার কয়েকদিন আগে নাছরিন বেগম পালিয়ে যান।
গত বুধবার ফাতেমা জানতে পারে মা তার নানার বাড়ির পার্শ্ববর্তী রামগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামে অবস্থান করছে। এরপর সে মাকে ফিরিয়ে আনতে সেখানে যায়।
হোসেন শেখ এ সময় ব্যক্তিগত কাজে ঢাকায় অবস্থান করছিলেন। সেখানেই তিনি সংবাদ পান ফাতেমা নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
হোসেন শেখ আরও জানান, স্ত্রীর পরকিয়ার বিষয়টি সহ্য করতে না পেরে এবং তাকে ফিরিয়ে আনতে গিয়ে অপমানিত হয়ে ফাতেমা এ ঘটনা ঘটিয়েছে।
ফরিদগঞ্জ থানার এসআই ফারুক আলম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।