বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

পরকীয়ার জেরে গৃহবধূ খুন, স্বামী পলাতক

প্রকাশিতঃ ২০ অক্টোবর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামে নাজমা বেগম (২৫) নামে এক গৃহবধূকে পরকীয়া প্রেমের জের ধরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে নাজমার স্বামী পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে,images-20 বছর আগে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের দক্ষিণ খাকছাড়া গ্রামের সরোয়ারদী বেপারীর ছেলে সুজাত আলি বেপারীর সাথে একই এলাকা বেল্লাল কাজীর মেয়ে নাজমার সাথে বিয়ে হয়। সম্প্রতি সুজাত একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল। এ ঘটনার জের ধরেই বুধবার রাতে নাজমাকে হত্যা করা হয়েছে।
নাজমার মা আকলিমা বেগম বলেন, আমার মেয়েকে খাবারের সাথে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। মাদারীপুর সদর থানার ওসি জিয়াউল মোর্শেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।