মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

এনএসআই পরিচয়ে শিক্ষকের কাছে চাঁদা দাবি, আইনজীবী আটক

প্রকাশিতঃ ১৯ অক্টোবর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ2bba65c471142358a46f3151d8feffd2-chadabaji চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় একটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে মুঠোফোনে চাঁদা চাওয়ার অভিযোগে বুলবুল আহমদ (২৫) নামে জুনিয়র এক আইনজীবীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, দামুড়হুদার দশমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী নারায়ণ চন্দ্রের কাছে এনএসআই পরিচয় দিয়ে বিভিন্ন সময় মুঠোফোনে বুলবুল আহমাদ মোটা অংকের টাকা দাবি করে আসছিল। মোবাইলের নম্বর ধরে শিক্ষক নারায়ণ চন্দ্র থানায় একটি অভিযোগ করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে বুলবুল আহমদকে আটক করেছে।
আটক বুলবুল জানান, ওই শিক্ষকের কাছে শ্যামল দত্ত নামে একজন তাকে ফোন দিয়ে টাকা চাইতে বলেন। সে না বুঝে কাজটি করে ফেলেছে। পরে শ্যামল দত্ত নামে ওই ব্যক্তি আর ফোনও ধরে না। সেও তাকে চেনে না বলে দাবি করেছে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, চাঁদা দাবি করার অভিযোগে বুলবুলকে আটক করা হয়েছে এবং আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ঘটনায় স্কুল শিক্ষক নারায়ণ চন্দ্র তার পরিবার নিয়ে নিরাপওায়হীনতায় রয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন।