মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কোটচাঁদপুরে পানিতে ডুবে ভাই-বোনসহ ৩ শিশুর মৃত্যু

প্রকাশিতঃ ১৭ অক্টোবর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার মামুনশিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলো-ওই গ্রামের জয়নাল হোসেন মণ্ডলের মেয়ে রিয়া (১০) তার ভাই নীরব (৯) এবং একই গ্রামের ননী মণ্ডলের ছেলে মুরাদ হোসেন (৯)।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবির হোসেন চৌধুরী বিষয়টি সোনারবাংলা৭১.ডটকমকে1468790717_panite-dube-mrittu-450x249 নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, আনুমানিক বেলা সাড়ে ১১টার দিকে ওই তিন শিশু বাড়ির পুকুরে কলা গাছের ভেলায় চড়ে খেলা করছিল। হঠাৎ ভেলাটি উল্টে গেলে তারা ভেলার নিচে পড়ে তলিয়ে যায়। পুকুরের পাড়ে থাকা অপর দুই শিশু এ ঘটনা দেখে তাদের বাড়িতে খবর দিলে স্বজনরা দ্রুত এসে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন।