মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

লোহাগড়ায় বড় ভাইয়ের পরীক্ষা দেওয়ার অপরাধে ছোট ভাইয়ের ১ বছরের কারাদন্ড

প্রকাশিতঃ ১৪ অক্টোবর, ২০১৬  

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের লোহাগড়ায় পরীক্ষার প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে বড় ভাইয়ের পরীক্ষা দেওয়ার অপরাধে ছোট ভাইকে ১ বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ শুক্রবার সরকারী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ব বিদ্যালয়ের অধীন বিএসএস তৃতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, আজi_image_1476451249 শুক্রবার সাড়ে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মোঃ সেলিম রেজা সরকারী লোহাগড়া আদর্শ মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছোট ভাই সাব্বির আহম্মেদ (২০) প্রবেশপত্রের ছবি পরিবর্তন করে তার আপন বড় ভাই জাহিদ হোসেনের পরীক্ষা দেওয়ার সময় তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাব্বির আহম্মেদকে ১ বছরের কারাদন্ডাদেশ প্রদান করেন। আটক সাব্বির আহম্মেদ উপজেলার কাশিপুর ইউপির শালবরাত গ্রামের আয়ুব হোসেনের ছেলে। তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।