স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
প্রকাশিতঃ ১৩ অক্টোবর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ফরিদপুর সদর উপজলার শিবরামপুর গ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের মনসুর শেখ (৫৫) এবং তার স্ত্রী জাহানারা বেগম।
ফরিদপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র দে জানান, পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে। তাদের দুই ছেলে মেয়ের মধ্যে ছেলে ঢাকায় থেকে চাকরি করেন এবং মেয়ে শ্বশুর বাড়িতে থাকেন।