মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

‘শেখ হাসিনা আছেন বলেই দেশে উন্নয়ন হচ্ছে ’

প্রকাশিতঃ ০৭ অক্টোবর, ২০১৬  

ঝালকাঠি প্রতিনিধি :বর্তমান সরকারকে উন্নয়নবান্ধব দাবি করে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, শেখ হাসিনাকে বারবার হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আল্লাহর রহমত থাকায় তিনি এখনও বেঁচে আছেন। আর শেখ হাসিনা বেঁচে আছেন বলেই দেশের উন্নয়ন হচ্ছে।
শুক্রবার দুপুরে বাসস্ট্যান্ড এলাকায় নলছিটি পৌরসভায় দুই কোটি ৮ লাখ টাকার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন।
নলছিটিকে একটি আধুনিক পৌরসভা করা হবে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, শহরে জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হবে। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনীর হাতে নিহতদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে।
নলছিটি পৌরসভার মেয়র মো. তছলিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, নলছিটি পৌর আওয়ামী লীগের সভাপতি ডা. এসকেন্দার আলী খান ও স্থানীয় প্রেসক্লাবের সভাপতি মো. এনায়েত করিম।