স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণচেষ্টা, নানা আটক
প্রকাশিতঃ ০২ অক্টোবর, ২০১৬
মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম এলাকায় স্কুলপড়ুয়া নাতনীকে ধর্ষণচেষ্টার অভিযোগে নানাকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তির নাম শাহজাহান বেপারী। শনিবার সন্ধায় বালীগ্রামের বড়ধানুয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটকের পর শাহজাহান বেপারীর লোকজন থানায় মামলা না করার জন্য ভিকটিমের পরিবারকে হুমকি দেয়। কিন্তু হুমকি উপেক্ষা করে রবিবার সকালে থানায় মামলা করেছে শিশুটির পরিবার।
ভিকটিম শিশুটি উপজেলার ধানুয়া ১৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। এ ঘটনায় শিশুটির স্কুলের শিক্ষকরাও শাহজাহানের বিচার দাবি করেছেন।
ডাসার থানার ওসি এমদাদুল হক বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে আটক শাহজাহান বেপারীর বিরুদ্ধে মামলা করেছে ভিকটিমের পরিবার।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুটির একটি ফুলের বাগান রয়েছে। সেখান থেকে ফুল চুরি করে নিয়ে যায় চোরেরা। চুরির খবর জানাতে শনিবার সন্ধ্যায় একই বাড়ির তার চাচাতো নানা শাহজাহান বেপারীর কাছে যায় ওই শিশু। এসময় নানা শাহজাহান শিশুটির মুখে গামছা বেঁধে ধর্ষণের চেষ্টা করে। পরে কিশোরীর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে শাহজাহানকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
গ্রাম্য মাতব্বরদের নিয়ে বিষয়টি ধামাচাঁপা দিতে এবং থানায় মামলা না করার জন্য ভিকটিমের পরিবারকে হুমকি দেয়া হলেও শিশুটির পরিবার শাহজাহানের বিরুদ্ধে থানায় মামলা করে।