বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বোরকা পরে বাড়িতে ঢুকে গৃহবধূকে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ ২৭ সেপ্টেম্বর, ২০১৬  

চট্টগ্রাম প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলায় বোরকা পরা তিন হামলাকারী বাড়িতে ঢুকে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে মধুখালী থানার ওসি রুহুল আমিন জানান, মঙ্গলবার উপজেলার গাজনা ইউনিয়নের উলুরহাট গ্রামের বাড়ি থেকে ৫০ বছর বয়সী মালতি বিশ্বাসের লাশ উদ্ধার করা হয়।
মালতি ওই এলাকার শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী। শ্যামল স্থানীয় ইটভাটার ম্যানেজার।
এই তিন হামলাকারী নারী নাকি পুরুষ তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানাতে পারেনি।
গাজনা ইউনিয়নের চেয়ারম্যান মান্নান মোল্লা download-51বলেন, বেলা সাড়ে ৪টার দিকে বোরকা পরা তিনজন শ্যামলকুমারের বাড়িতে ঢোকে। এ সময় বাড়িতে মালতি ছাড়া আর কেউ ছিল না।
“তারা মালতিকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।”
ওসি বলেন, লাশ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু বলা যাচ্ছে না।
গত দুই বছরের মধ্যে বিভিন্ন জঙ্গি হামলায় মোটরসাইকেলে আসা তিনজনকে অংশ নিতে দেখা গেছে। হামলাকারীরা অধিকাংশ ক্ষেত্রে ঘারে কুপিয়ে হত্যার ঘটনা ঘটিয়েছে।