ফরিদপুরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকায় আবুল বাশার (৬০) নামের এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আবুল বাশার চুম্বকজাতীয় দ্রব্যের ব্যবসা করতেন। পাশাপাশি তিনি কৃষিকাজ করতেন।
নিহতের স্ত্রী সাহিদা জানান, রাতে অজ্ঞাতনামা ১০-১২ জন মুখোশধারী ঘরের একটি কক্ষে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। ওই সময় অন্য একটি কক্ষে আবুল বাশারকে গলা কেটে হত্যা করে। পরে মুখোশধারীরা ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
সাহিদা আরো জানান, দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ঘরের বাইরে তালা মারে। পরে ঘরের ভেতর থেকে চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে তালা ভাঙে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ সোনারবাংলা৭১.ডটকমকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে।