মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় কিশোরী গণধর্ষণ: প্রধান আসামি গ্রেপ্তার

প্রকাশিতঃ ২৬ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ arrest_logo_1-18_18098-300x179চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ী গ্রামের কিশোরীকে গণধর্ষণ মামলার অন্যতম প্রধান আসামি সুরুজ আলীকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে ১০ টার দিকে বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত সুরুজ আলী সাতগাড়ী গ্রামের ফরহাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, গত ১২ এপ্রিল রাতে সাতগাড়ী গ্রামে এক দরিদ্র পরিবারের কিশোরীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে বাড়ির অদূরে একটি কচুক্ষেতে নিয়ে তাকে গণধর্ষণ করা হয়। ঘটনার রাতেই স্থানীয় এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
ঘটনার পরদিন ধর্ষিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে ৪ জন যুবকের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, ঘটনার পর থেকেই পলাতক ছিলো সুরুজ আলী। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।