মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

জান্নাত লাভের সহজ পথ

প্রকাশিতঃ ২৪ সেপ্টেম্বর, ২০১৬  

ইসলাম ডেস্কঃ ইয়াহইয়াহ ইবনে ইয়াহইয়াহ আত তামিমী (রহ.) আবু বকর ইবনআবু শায়বা (রহ.) ও আবু আইয়্যুব (রা.) থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি নবী (সা.)-এর খিদমতে হাজির হলো এবং আরজ করল,jannat-bg20160922145647 আমাকে এমন একটি কাজের কথা বলে দিন, যে কাজ আমাকে জান্নাতের কাছে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। নবী (সা.) বললেন, তুমি আল্লাহর ইবাদত করবে, তার সঙ্গে কোনো কিছু শরিক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত দিবে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে। সে ব্যক্তি চলে গেলে রাসুলুল্লাহ (সা.) বললেন, তাকে যে কাজের নির্দেশ দেওয়া হয়েছে তা দৃঢ়তার সঙ্গে পালন করলে সে নিশ্চিত জান্নাতে প্রবেশ করবে। (ছহিহ মুসলিম, হাদিস নং ১৪)।