লালমনিরহাটে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
প্রকাশিতঃ ২৩ সেপ্টেম্বর, ২০১৬
লালমনিরহাটের আদিতমারি উপজেলায় এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। এ ঘটনায় তার দুই বন্ধুকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে উপজেলার ত্রিমোহনী বাজারে তাকে ছুরিকাঘাত করা হয় বলে জানান আদিতমারি থানার এসআই শাহীন আকতার।
নিহত মশিউর রহমান মুশফিক (২৩) লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও তালুক খুটামারা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।
আটক দুই বন্ধু হলেন খুটামারা গ্রামের রুবেল মিয়া (২২) ও লালমনিরহাট শহরের শিশির হোসেন (২২)।
স্থানীয়দের বরাত দিয়ে এসআই শাহীন বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ত্রিমোহনী বাজারে ঘোরাফেরা করছিলেন তিন বন্ধু। কিছুক্ষণ পরে বাজারের পাশে গিয়ে রুবেল ও শিশির এলোপাতারি ছুরিকাঘাত করে মুশিফককে।
“চিৎকার শুনে লোকজন গিয়ে তাকে উদ্ধার করে। পরে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
অন্যদিকে স্থানীয়রা দুই বন্ধুকে আটক করে পুলিশে দেয় বলে জানান এসআই শাহীন।