বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাস খাদে, শিশুসহ নিহত ৫

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০১৬  

নিজস্ব প্রতিবেদক: speaker-220160922183447খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৫ জন। বৃহস্পতিবার দেড়টার দিকে উপজেলার সাপঁমারা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া এলাকার মুসলিম উদ্দিন (৫৫), মাটিরাঙা উপজেলার দশনাম্বার এলাকার মহিমা খাতুন (২৫), তার ছেলে আল-আমিন (৬), ব্যাঙমারা এলাকার রিদ্দি চাকমা (০৭) এবং বর্ণাল এলাকার সাহাবুদ্দিন (২৫)।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, দুপুরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সাপঁমারা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি প্রায় ২০০ ফুট নিচে খাদে পড়ে যায়। খাগড়াছড়ির ফায়ার সার্ভিসের একটি ইউনিট,সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে উদ্ধার তৎপরতা চালিয়ে আহত ও নিহতদের উদ্ধার করে। আহতদের মাটিরাঙা উপজেলা হাসপাতাল ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।