বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

বাঞ্ছারামপুরে তিন তরুণী নিখোঁজ

প্রকাশিতঃ ২২ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ nilfamari_135796ব্রা‏হ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তিন তরুণী নিখেঁজ রয়েছে বলে জানা গেছে। তারা হলেন- উপজেলার সোনারামপুর গ্রামের শহীদ মিয়ার মেয়ে খাদিজা আক্তার (১৩), পাহাড়িয়াকান্দি গ্রামের আবু কালামের মেয়ে হাসি আক্তার (১৫) ও দড়িগাঁওয়ের কাজী বিল্লাল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (২৫)।
এ নিয়ে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার তিন তরুণীর পরিবারের পক্ষ থেকে বাঞ্ছারামপুর থানায় পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ ব্যাপারে খাদিজা আক্তারের বাবা শহীদ মিয়া সাংবাদিকদের বলেন, গত ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে খাদিজা কোথাও যেন চলে গেছে। অনেক জায়গা খোঁজ করেও তার কোনো হদিস পাওয়া যায়নি।
হাসি আক্তারের মা জোহরা খাতুন বলেন, গত ১৫ সেপ্টেম্বর থেকে হাসি নিখোঁজ। সে বেঁচে আছে নাকি মরে গেছে সেটিও আমরা জানতে পারছি না। তাই তার সন্ধান চেয়ে থানায় জিডি করেছি।
বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশু কুমার দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, নিখোঁজ তিনজনের পরিবারের পক্ষ থেকে সন্ধান চেয়ে থানায় জিডি করা হয়েছে। তারা একেকজন একেক সময় নিখোঁজ হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।