মঙ্গলবার ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চুয়াডাঙ্গায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্য নিহত

প্রকাশিতঃ ১৮ সেপ্টেম্বর, ২০১৬  

2016_06_08_17_39_37_6knd2gvy6tounm4l4bl1fnzxssb1jp_original চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ইউপি সদস্য নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার গোবিন্দহুদা গ্রামে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহত রাকিবুল ইসলাম রাকিব (২৮) আলুকদিয়া গ্রামের ঈমান আলীর ছেলে এবং আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য। তিনি দামুড়হুদার স্কুলছাত্র মাহফুজ আলম সজীব অপহরণ ও হত্যা মামলার প্রধান আসামী ছিলেন বলে জানা গেছে।
ঝিনাইদহ র‌্যাব ক্যাম্পের উপ-পরিচালক মেজর মনির আহমেদ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদার স্কুলছাত্র সজীব অপহরণ ও হত্যাকাণ্ডের প্রধান আসামি রাকিবকে গ্রেফতার করতে গোবিন্দপুর গ্রামের একটি আমবাগানে অভিযান চালায় র‌্যাব। সে সময় র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায় রাকিব ও তার লোকজন। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে পিছু হটে রাকিবের লোকজন।
পরে ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় রাকিবকে উদ্ধার করে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহতের কাছে থাকা ১টি দেশীয় শাটারগান, ২ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
নিহত রাকিব আলুকদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য এবং দামুড়হুদার চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের প্রধান আসামি বলেও জানান তিনি।