বুধবার ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

মাদারীপুরে বাস-মাহিন্দ্র সংঘর্ষে ৪ জন নিহত

প্রকাশিতঃ ১৬ সেপ্টেম্বর, ২০১৬  

জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এসময় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজৈর বড়ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
রাজৈর থানার এসআই নাজমুল হোসেন2016_01_13_01_29_34_ukopf2aksc8qnlv0jxty53wjlfbyli_512xauto জানান, দুর্ঘটনায় আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, রাজৈরের মজুমদারকান্দি গ্রামের বেলাল শেখ (৫০), ইশিবপুর ইউনিয়নের হাসানকান্দি গ্রামের বাবুল (৩৫) ও শঙ্করদি এলাকার মেরিন আক্তার (২৭)। অপর আরেকজনের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে মাদারীপুর থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে টেকেরহাট থেকে রাজৈরগামী তিন চাকার যান মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পর ২ জন মারা যান। এসময় মাহিন্দ্র ও বাস যাত্রীদের মধ্যে ১৫ জন আহত হন।