চাঁদপুরে তেলের ট্যাংক-লরির আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৫
প্রকাশিতঃ ১১ সেপ্টেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে লরি থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ তেলের ট্যাংক লরির চালক বাদশা মিয়া (৫০) চাঁদপুর সদর হাসপাতালে মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টায় দিকে তিনি মারা যান। এ নিয়ে ১১ দিনে নিহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে পাঁচে।
এর আগে গতকাল রোববার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ মাসুদ মরা যান।
১ সেপ্টেম্বর চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে তেলবাহী একটি ট্যাঙ্ক-লরি থেকে তেল নামানোর সময় বিস্ফোরণে যমুনা ওয়েল এজেন্সির গুদামে আগুন লাগে। এতে যমুনা ওয়েল এজেন্সির মালিক মিজানুর রহমানসহ ছয়জন দগ্ধ হন।
ওই ঘটনার পর আহত ছয়জনের মধ্যে তেল ব্যবসায়ী মিজানুর রহমান (৫০), তার ছেলে মো. রায়হান (২৩), লরির সহকারী নূর মোহাম্মদ (২০) ও মাসুদ হোসেন (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ট্যাংক লরি থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বর্তমানে বেলাল হোসেন (৩৫) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালিউল্লা পাঁচজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁদপুর মডেল থানায় এই অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ বাদী হয়ে আহত ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। এর মধ্যে অভিযুক্ত পাঁচজনই মারা যান।