সালথায় গৃহবধূকে গলা কেটে হত্যা
প্রকাশিতঃ ০৬ সেপ্টেম্বর, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় এক গৃহবধূর গলা ও হাত-পায়ের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।সালথা থানার অফিসার ওসি ডিএম বেলায়েত হোসেন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গট্টি ইউনিয়নের কানইর গ্রামের একটি ধান ক্ষেতে রিশমা বেগমের (২২) লাশ পাওয়া যায়।
রিশমা ওই এলাকা মো. জালাল শেখের স্ত্রী। জালাল ঢাকায় চাকরি করেন।রিশমা একই গ্রামের সোবহান মোল্লার মেয়ে।
এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য রিশমার ভাসুরের ছেলেকে আটক করেছে পুলিশ।
রিশমার দাদি ফজরুন নেছা জানান, বিয়ের পর থেকেই ভাসুর লাল মিয়ার ছেলে সাব্বির মিয়ার সঙ্গে পারিবারিক বিষয়ে রিশমার বিরোধ চলে আসছিল।
ফজরুনের ধারণা, এ বিরোধের কারণে সাব্বির গলাকেটে রিশমাকে হত্যা করছে।
ওসি জানান, খবর পেয়ে রিশমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিশমার গলা, হাত ও পায়ের রগ কাটা ছিল।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।