ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের হাতে যুবক খুন
প্রকাশিতঃ ৩১ আগস্ট, ২০১৬
জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মিঠুন মিয়া (২২) নামে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার উপজেলার নবীপুর চকবাজারে এ ঘটনা ঘটে। মিঠুন চরলাপাং গ্রামের মৃত হানিফ মাঝির ছেলে। তিনি উপজেলার পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ মিয়ার চাচাতো ভাই।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমতিয়াজ আহম্মেদ জানান, দুপুরে নবীপুর চকবাজার থেকে মিঠুনকে ডেকে নেয় দুর্বৃত্তরা। পরে তাকে খুন করে বাড়ির সামনে ফেলে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।