পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে জখম করলো পুলিশ
প্রকাশিতঃ ৩০ আগস্ট, ২০১৬
অপরাধ ডেস্কঃ রাজশাহীতে পাওনা টাকা চাওয়ায় প্রকাশ্যে থানার বাইরে ও ভেতরে পিটিয়ে এক ব্যক্তিকে রক্তাক্ত করেছেন পুলিশ সদস্যরা। সোমবার দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানায এ ঘটনা ঘটে। রক্তাক্ত জখম হওয়া মানাজিরের (৩৫) বাড়ি থানা মোড়েই।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানাজির জেলার পবা থানার এক কনস্টেবলের কাছে টাকা পেতেন। দুপুরে ওই কনস্টেবলকে থানার সামনে দেখতে পেয়ে টাকা চান তিনি। এ নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই পুলিশ কনস্টেবল থানা থেকে তার আরও ৪-৫ জন সহকর্মীকে নিয়ে মানাজিরের ওপর চড়াও হন। এ সময় রাস্তায় ফেলে প্রকাশ্যে মারপিট করা হয় মানাজিরকে। পরে থানার ভেতরে নিয়ে গিয়েও বেধরক পেটানো হয়।
থানার ভেতরে মারপিট চলাকালে পরিদর্শক (তদন্ত) সেলিম বাদশাহ গিয়ে তাদের নিবৃত করেন। এরপর তাদের সবাইকে থানার একটি কক্ষে আটকে রাখা হয়। বিকালে পুলিশ সদস্যদের ছেড়ে দেয়া হয়।
থানায় পুলিশ সদস্যদের দায়িত্ব রাত ৮টায় শেষ হওয়ার কথা থাকলেও ঘটনা ধামাচাপা দিতে বিকালেই ডিউটি পরিবর্তন করে দেয়া হয় বলে অভিযোগ উঠেছে। তবে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান। এমনকি পুলিশ সদস্যদের নাম জানাতেও অপারগতা প্রকাশ করেন তিনি।